ভারতে আজীবন সম্মাননা পেলেন ইরানি নারী দেরাখশানদেহ
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৬, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/12/3618391.jpg)
ভারতে গ্লোবাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে আজীবন সম্মাননা পেলেন ইরানের নারী চলচ্চিত্র নির্মাতা পুরান দেরাখশানদেহ। সিনেমা প্রচারে আন্তরিক অবদানের জন্য তিনি এই সম্মাননা লাভ করেছেন।
উত্তর প্রদেশের নোইদায় আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব ২৬ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। উৎসবের সমাপনী অনুষ্ঠানে গ্লোবাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের সভাপতি সন্দ্বীপ মারওয়া এই তথ্য জানান।
দেরাখশানদেহ চলচ্চিত্রে ইরানি সমাজের বড় বড় সামাজিক সমস্যাগুলোর দিকে ব্যাপকভাবে মনোযোগ দেয়ায় সর্বাধিক পরিচিত। তেহরানের অ্যাডভান্সড স্কুল অব টেলিভিশন অ্যান্ড সিনেমা থেকে তিনি চলচ্চিত্র নির্মাণের ওপর স্নাতক ডিগ্রি লাভ করেছেন। সূত্র: তেহরান টাইমস।