শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভারতের সঙ্গে নৌমহড়ায় অংশ নেবে ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০১৬ 

news-image

ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি বলেছেন, ভারতের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাবে তার দেশ। ভারতের সেনাবাহিনীর সঙ্গে স্বল্প দিনের মহড়া ছাড়াও দেশটির সঙ্গে বড় আকারের কৌশলগত মহড়ার পাশাপাশি উদ্ধার ও ত্রাণ মহড়াও চালানো হবে। ভারতের ন্যাভাল অপারেশন উপ প্রধান এবং তার সঙ্গীদের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানান তিনি। ভারত মহাসাগরের উত্তরে নিরাপত্তা প্রতিষ্ঠার বিষয়ে সহায়তা নিয়ে এ সাক্ষাতের সময়ে আলাপ করেন তিনি।

অ্যাডমিরাল সাইয়্যেরি বলেন, বিশ্ব এবং ইরানের নিরাপত্তার জন্য ভারত মহাসাগরের অপরিসীম গুরুত্ব রয়েছে। কাজেই ইরান ঘোষণা করতে চায় যে কোনো নিরাপত্তাহীনতার বিরুদ্ধে উত্তর ভারত মহাসাগরের নিরাপত্তা ইরান নিশ্চিত করতে পারে।

ইরানের হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে আগামী এপ্রিল কিংবা মে মাসে ভারতের নৌবহর নোঙ্গর করবে। গত বছরের আগস্টে ভারতীয় নৌবহর চারদিনের ভারত সফরে যায়। এ ছাড়া, জানুয়ারি মাসের শেষ দিকে ইরানের ডেস্ট্রয়ার আলিভান্দ নৌমহড়ায় যোগ দেয়ার জন্য ভারত গিয়েছিল।

সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন