সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভারতের কাবাডি লীগে ইরানি তারকারা শীর্ষে

পোস্ট হয়েছে: এপ্রিল ১০, ২০১৯ 

news-image

ইরানের জাতীয় কাবাডি দলের ১৫ তারকা ভারতীয় তারকা লীগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির ঘটনা কাবাডি খেলার ইতিহাসে অনন্য রেকর্ড সৃষ্টি করেছে।

স্পোর্টস-থ্রি চ্যানেল আরও জানিয়েছে,এশিয়ান স্পোর্টসে অনন্য কৃতিত্ব এবং স্বর্ণ জয়ের ঘটনায় ইরানের জাতীয় কাবাডি দলের খেলোয়াড়রা ব্যাপক খ্যাতি লাভ করেছে।

ইন্ডিয়ান স্পোর্টস লীগ বিশ্বের অন্যতম শীর্ষ খেলোয়াড়দের একটি দল। আর এই লীগেই এ বছর স্থান করে নিয়েছে ইরানের ১৫ কাবাডি খেলোয়াড়।

অবিশ্বাস্য হলেও সত্য যে এই লীগে ইরানি খেলোয়াড়দের যে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে তা কাবাডি ক্রীড়াবিদদের জন্য যথেষ্ট আকর্ষণীয়।গেল বছর ইরানি কাবাডি তারকা ফাজেল আতরাচলি সর্বোচ্চ পারিশ্রমিকে এই লীগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

ভারতে কাবাডি খেলার ব্যাপক দর্শকপ্রিয়তা রয়েছে।খেলা শুরুর আগে তাই প্রতিবছরই ইন্ডিয়ান স্পোর্টস লীগ ব্যাপক পারিশ্রমিক দেয়ার শর্তে ভালো ভালো প্লেয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়।

ইন্ডিয়ান স্পোর্টস লীগে বর্তমানে ১৫ ইরানি কাবাডি খেলোয়াড় রয়েছে যার মধ্যে পারিশ্রমিকের দিক থেকে তিনজনের অবস্থান শীর্ষে। পার্সটুডে ।