ভারতীয় চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘হাবুব’
পোস্ট হয়েছে: আগস্ট ১৮, ২০২১
ভারতে অনুষ্ঠিতব্য ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি ছবি ‘হাবুব’। উৎসবের এবারের ১১তম আসরে স্বল্পদৈর্ঘ্যটি দেখানো হবে।
মাহসা সামানি পরিচালিত ‘হাবুব’ চলচ্চিত্রে এক ব্যক্তি ও তার মেয়ের গল্প তুলে ধরা হয়েছে। তারা প্রকৃতির সাথে সম্প্রীতি ও শান্তিতে বসবাস করতে অভ্যস্ত। কিন্তু কিছু বিঘ্নতা তাদের ভালোবাসার ছোট্ট জীবনটাকে বদলে দেয়।
সম্প্রতি ‘হাবুব’ জর্ডানে ১১তম কারামা হিউম্যানস রাইটস চলচ্চিত্র উৎসাবে এবপি পুরস্কার লাভ করে।
সূত্র: মেহর নিউজ এজেন্সি।