শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভারতীয় চলচ্চিত্র উৎসবে অ্যাওয়ার্ড পেল ইরানের চার ছবি

পোস্ট হয়েছে: আগস্ট ২৮, ২০১৭ 

news-image

দ্বিতীয় কার্গিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অ্যাওয়ার্ড জিতেছে ইরানের চারটি ছবি। ২৩ আগস্ট কার্গিল শহরে অনুষ্ঠিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।

চলচ্চিত্রকার ইউসেফ জাফরি তার ডকুমেন্টারি ‘চকোলেট স্টোরির’ জন্য সেরা পরিচালকের অ্যাওয়ার্ড জিতেছেন। অন্যদিকে, মিলাদ জারমুজ স্বল্পদৈর্ঘ্য ছবি ‘নাম্বনেসের’ জন্য সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পেয়েছেন।

এছাড়া এ উৎসবে ইরানের সাইয়েদ মোসলেম তাবাতাবায়ি পরিচালিত ‘লাইট সাইট’ সেরা অ্যানিমেশন ছবি হিসেবে নির্বাচিত হয়েছে এবং অ্যানিমেশন ছবি ‘ইন দ্যা ক্রসহেয়ার্স’ এর জন্য মারজিয়েহ খেইরখাহ সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।

ইরান ছাড়াও অন্যান্য দেশের ছবিও উৎসবে পুরস্কার পেয়েছে। এতে ইসরাইলের এলকে মার্গারেটে লেহেরানক্রাস পরিচালিত ‘মুনলাইট প্রিন্সেস’ সেরা ডকুমেন্টারির অ্যাওয়ার্ড পেয়েছে। অন্যদিকে, স্পেনের জাভিয়ার ফিসার পরিচালিত ‘সেভেন্থ ইয়ার্স টুগেদার’ পেয়েছে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অ্যাওয়ার্ড।

সূত্র: তেহরান টাইমস।