ভারতীয় উৎসবে অংশ নেবে ছয় ইরানি চলচ্চিত্র
পোস্ট হয়েছে: জানুয়ারি ৯, ২০২৫

ইরানের ছয়টি ফিচার ফিল্ম ভারতের মুম্বাইতে ১০ থেকে ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ২১তম থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভালে অংশ নেবে।ইরানের পাঁচটি চলচ্চিত্র এশিয়ান স্পেকট্রাম বিভাগে দেখানো হবে। বাকি একটি চলচ্চিত্র দেখানো হবে এশিয়ান মাস্টার্স বিভাগে। হোনারঅনলাইন এই খবর জানিয়েছে।
এশিয়ান স্পেকট্রাম বিভাগে অংশ নেয়া ইরানি ছবির মধ্যে রয়েছে বাবাক খাজেহপাশা পরিচালিত “ইন দ্য আর্মস অব দ্য ট্রি”, সাইদ রুস্তাইয়ের “লিলাস ব্রাদার্স”, আলী রেজা সামাদির “সিমা’স আনফিনিশড ন্যারেশন”, হোসেন রিগির “হুক” এবং মোহাম্মদ হামজেইয়ের “ক্যাপ্টেন”। সূত্র: তেহরান টাইমস