ভাইরাসে ক্ষতিগ্রস্ত পর্যটনে গতি ফেরাতে ইরানের ‘ট্যুরিজম ডিপ্লোম্যাসি প্যাকেজ’
পোস্ট হয়েছে: আগস্ট ১৭, ২০২০

করোনা ভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত পর্যটন খাতের গতি ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে ইরান। এই উদ্যোগের নাম দেয়া হয়েছে ‘ট্যুরিজম ডিপ্লোম্যাসি প্যাকেজ’। প্যাকেজটির লক্ষ্য কূটনীতিকে ব্যবহার করে পর্যটন খাতের প্রকল্প উন্নয়নে গতি সঞ্চার ও বিদেশি পর্যটক বৃদ্ধি করা।
ইরানের পর্যটন, সংস্কৃতি ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সহযোগিতায় প্রকল্পটি ভ্রমণ শিল্পকে শক্তিশালী করার লক্ষ্যে হাতে নেয়া হয়েছে। বিশেষত করোনা-পরবর্তী আন্তর্জাতিক পর্যটক বাড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছে দেশটি।
পর্যটন উপমন্ত্রী ভালি তেইমুরি শনিবার বলেন, করোনা ভাইরাস যুগ ও করোনা-পরবর্তী সময়ে বৈশ্বিক পর্যটন বাজারে পুনরায় প্রবেশের প্র্রয়োজনীয় প্রস্তুতি নেয়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূত্র: তেহরান টাইমস।