ভলিবল বালক অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজক ইরান
পোস্ট হয়েছে: অক্টোবর ১৫, ২০২০

উন্মুক্ত নিলাম প্রক্রিয়ার মাধ্যমে এফআইভিবির প্রশাসনিক পর্ষদ ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের বয়স-ভিত্তিক বিভিন্ন গ্রুপের পরবর্তী পর্বগুলোর স্বাগতিক দেশগুলোর অনুমোদন দেয়।
সব প্রস্তাবের শর্ত মূল্যায়ন শেষে পরবর্তী বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বাগতিক দেশ হিসেবে যেসব দেশের নাম অনুমোদন দেয়া হয়েছে তা নিচে দেয়া হলো-
• এফআইভিবি ভলিবল গার্লস ’অনূর্ধ্ব-১৮ বিশ্ব চ্যাম্পিয়নশিপ – মেক্সিকো
• এফআইভিবি ভলিবল বালক ’অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপ – ইরান
• এফআইভিবি ভলিবল উইমেনস অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ – নেদারল্যান্ডস এবং বেলজিয়াম
• এফআইভিবি ভলিবল পুরুষদের অনূর্ধ্ব-২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপ – ইতালি এবং বুলগেরিয়া। সূত্র: মেহর নিউজ এজেন্সি।