মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভলিবল নেশন্স লিগ: অস্ট্রেলিয়াকে ৩-০ সেটে হারাল ইরান

পোস্ট হয়েছে: মে ২৭, ২০১৮ 

news-image

আন্তর্জাতিক ভলিবল সংস্থা (এফআইভিবি) আয়োজিত পুরুষদের ভলিবল নেশন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-০ সেটে হারিয়েছে ইরান।

ফ্রান্সের রোয়েন স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার বিকেল ৫টায় খেলাটি শুরু হয়। খেলায় প্রথম ও দ্বিতীয় সেটটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। দুটি সেটই ২৫-২৩ পয়েন্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ইরান। পরপর দুই সেটে হেরে গিয়ে কিছুটা দুর্বল হয়ে পড়ে অস্ট্রেলিয়া। যার প্রভাব পড়ে তৃতীয় সেটে। এই সেটে ২৫-২১ পয়েন্টে হারে দেশটি।

ইরানের পক্ষে আলী শাফিয়ী ১৭ এবং সাইয়েদ মোহাম্মদ মুসাভী এরাকী ১১ পয়েন্ট লাভ করেন। অস্ট্রেলিয়ার পক্ষে আলেক্সান্ডার উইলিয়ামস ১৮ লাভ করলেও দলের পরাজয় ঠেকাতে ব্যর্থ হন তিনি।

এর আগে গতকাল নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-১ সেটে হেরেছিল ইরান। একইদিন অস্ট্রেলিয়া জাপানের কাছে ৩-১ সেটে পরাজিত হয়।- পার্সটুডে