ভলিবল চ্যাম্পিয়নশিপের টিকিট নিশ্চিত করলো ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ১৪, ২০১৭
২০১৮ সালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন (এফআইভিবি) পুরুষ বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট নিশ্চিত করেছে ইরান। এশিয়ার একমাত্র দেশ হিসেবে এফআইভিবি ওয়ার্ল্ড লীগ গ্রুপ ১’এ জয়লাভের মধ্য দিয়ে এ যোগ্যতা অর্জন করলো দেশটি।
রোববার পুল এ- এর ম্যাচে কাজাখস্তানকে ৩-০ সেটের ব্যবধানে পরাজিত করে ইরানি টিম। ইরানের আরদাবিলের ৬ হাজার আসনবিশিষ্ট রেজাজাদেহ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
ইরানি টিম কাজাখস্তানকে প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে, দ্বিতীয় সেটে ২৫-১৭ পয়েন্ট ও তৃতীয় সেটে ২৫-১৬ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে।
পাঁচ দিনের এই টুর্নামেন্টে ইরান দক্ষিণ কোরিয়া ও চীনকেও পরাজিত করেছে।
সোমবার ইরানি কোচ আইগোর কোলাকোভিসের পুরুষ দল কাতারের বিরুদ্ধে মাঠে নামবে।
এর আগে রোববার চীন দক্ষিণ কোরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে ২০১৮ এফআইভিবি পুরুষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিয়েছে। তারও আগে জাপান ও অস্ট্রেলিয়া পুল বি এর ম্যাচে জয়লাভ করে সম্মানজনক এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে।
২০১৮ এফআইভিবি ভলিবল পুরুষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ যৌথভাবে আয়োজন করবে ইতালি ও বুলগেরিয়া।