রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভলিবলে হংকংকে হারাল ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২১ 

news-image

২১তম এশিয়ান সিনিয়র পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে হংকংকে ৩-০ পয়েন্টে হারিয়েছে ইরান। রোববার জাপানের চিবায় উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। এশিয়ান সিনিয়র পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ ১২ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ১৯ সেপ্টেম্বর।

ইরানের জাতীয় ভলিবল দল পুল বি তে সোমবার ও মঙ্গলবার যথাক্রমে থাইল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে।

এশিয়ান সিনিয়র পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপের এবারের ২১তম আসরে মোট ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নেবে।  স্বাগতিক জাপান, ভারত, কাতার ও বাহরাইনের সমন্বয়ে পুল এ, ইরান, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকংয়ের সমন্বয়ে পুল বি, অস্ট্রেলিয়া, চীন, উজবেকিস্তান ও কুয়েতকে নিয়ে পুল সি এবং কোরিয়া, চায়না তাইপে, কাজাখস্তান ও সৌদি আরবকে নিয়ে পুল ডি গঠন করা হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।