রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভলিবলে জাপানকে হারিয়ে মেডেল জয়ের পথে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৭, ২০১৭ 

news-image

এফআইভিবি ভলিবল পুরুষ বিশ্ব গ্র্যান্ড চ্যাম্পিয়ন কাপে জাপানকে হারিয়েছে ইরানের জাতীয় ভলিবল দল। শনিবার প্রতিপক্ষকে ৩-১ সেটের ব্যবধানে পরাজিত করে আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতায় মেডেল জয়ের দ্বারপ্রান্তে রয়েছে দেশটি।

এদিন জাপানের ওসাকা পৌরসভার সেন্ট্রাল জিমনেসিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয় ফার্সি দল। চার সেটের ম্যাচে প্রথমটিতে পরাজিত হলেও পরের তিনটিতে টানাজয় তুলে নেয় ইরান।

ইরানি স্কোয়াড প্রথম সেটে প্রতিপক্ষের কাছে চার পয়েন্টে পরাজিত হয়। এরপরেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। তুলে নেয় টানা তিন সেটের জয়।

ইরান এ পর্যন্ত তিনটি ম্যাচে জয় লাভ করেছে। একমাত্র হেরেছে ব্রাজিলের কাছে। টুর্নামেন্টে বর্তমানে ব্রাজিল ও ইতালির পরেই তৃতীয় অবস্থানে রয়েছে ইরানিরা। এর মধ্য দিয়ে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে একটি অবস্থান অর্জন করতে যাচ্ছে দেশটি।

রোববার ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ইরানি স্কোয়াড। ম্যাচটি জিতলেই মেডেল নিশ্চিত হবে দেশটির।

সূত্র: মেহের নিউজ।