মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভয়াবহ তুষারপাতে ইরানে ১০ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ২

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২০ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্তত ১০ জন পর্বতারোহী আলবোর্জ পর্বতমালায় ভয়াবহ তুষারপাতে মারা গেছেন এবং দুইজন নিখোঁজ রয়েছেন। রাজধানী তেহরানের উত্তরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আজ মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে।

ইরানের পর্বতারোহণ ও স্পোর্ট ক্লাইম্বিং ফেডারেশনের প্রধান রেজা জারেয়ি রোববার জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য অভিযান চলছে তবে প্রচণ্ড তুষারপাত এবং খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে।

তিনি ইরানের ফার্স নিউজকে জানান, প্রচণ্ড তুষারপাতের পর অন্তত ১৫ মিটার বরফ জমেছে, রোদ ওঠার পর আরো তুষার ধসের ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় উদ্ধারকর্মীদের জীবনের বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে।

কয়েকদিনের প্রবল তুষারপাতের ফলে গত শুক্রবারের পর থেকে বহু পর্বতারোহী আলবোর্জ পর্বতমালায় আটকা পড়েছেন। এরমধ্যে শুক্রবারেই দুইজন মারা যান।

তেহরানের ফায়ার সার্ভিস এবং ও রেড ক্রিসেন্ট সোসাইটির ১৬ জন উদ্ধারকারীর দুটি দল নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা শুরু করেছেন। পাহাড়ের যে স্থানে ওই দুই আরোহী নিখোঁজ হয়েছেন বলে অনুমান করা হচ্ছে উদ্ধারকারীরা সেখানে পৌঁছেছেন।পার্সটুডে