শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভবনের জন্য শব্দ নিরোধক আবরণ উৎপাদন করছে ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ২১, ২০১৮ 

news-image

ইরানের একটি জ্ঞানভিত্তিক কোম্পানির গবেষকরা শব্দ নিরোধক ইনসুলেশন তথা আবরণ তৈরি করতে সক্ষম হয়েছেন।  ভবনের মধ্যে শব্দের প্রতিফলন প্রতিরোধে এই আবরণ মেঝেতে বা ওয়ালে স্থাপন করা হবে।  ফলে কমবে শব্দের প্রতিফলন।

জ্ঞানভিত্তিক ওই কোম্পানিটির মহাপরিচালক মোহাম্মাদ রেজা মোন্তাজেরি বলেন, তাদের কোম্পানি শব্দের প্রতিধ্বনি প্রতিরোধের আবরণ তৈরি করতে সক্ষম হয়েছে।  এই আবরণ ভবনের বিভিন্ন লেভেলের মধ্যে উৎপাদিত শব্দের ট্রান্সমিশন কমাতে ব্যবহার করা হবে।

তিনি বলেন, তাদের উৎপাদিত এই ইনসুলেশনটি নমনীয় এবং এটি দীর্ঘস্থায়ী সম্পন্ন ও অতি প্রতিরোধ সহায়ক।  মেঝেগুলোর মাঝে উৎপাদিত অতিরিক্ত শব্দের গতি প্রতিরোধে সহায়ক এই পদার্থটি।

মোন্তাজেরি বলেন, কোম্পানিটি ভবনে শব্দ দূষণের সমাধান খুঁজতে গবেষণা পরিচালনা করে।  এলক্ষ্যে তারা শব্দ নিরোধক আবরণটি তৈরি করেছেন।  যা তৈরির পর প্রাচীর, মেঝে, দরজা, জানালাসহ ভবনের বিভিন্ন স্তরে স্থাপন করে পরীক্ষা চালানো হয়েছে।  সূত্র: মেহর নিউজ এজেন্সি।