মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বড় ধরনের সাইবার আক্রমণ রুখে দিলো ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ২৮, ২০২৫ 

news-image

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো টার্গেট করে চালানো একটি বৃহৎ আকারের সাইবার আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে দেশটি।ইরানের টেলিযোগাযোগ অবকাঠামো কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং উপ-আইসিটি মন্ত্রী বেহজাদ আকবরি সাইবার আক্রমণ ব্যর্থ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, দেশের অবকাঠামো লক্ষ্য করে চালানো একটি বড় সাইবার আক্রমণ সফলভাবে চিহ্নিত এবং নস্যাৎ করা হয়েছে।

আকবরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) এ প্রকাশিত একটি পোস্টে বলেন,

‘‘ঐশী সহায়তা ও টেলিযোগাযোগ অবকাঠামো কোম্পানি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের নিরাপত্তা ও প্রযুক্তিগত দলের নিবেদিতপ্রাণ প্রচেষ্টার জন্য ধন্যবাদ। গতকাল দেশের অবকাঠামোর বিরুদ্ধে একটি বৃহৎ আকারের এবং জটিল সাইবার আক্রমণ সনাক্ত করা হয়েছে এবং এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

তবে আক্রমণের উৎপত্তি বা প্রকৃতি সম্পর্কে আর কোনও বিবরণ প্রকাশ করা হয়নি। সূত্র: মেহর নিউজ