মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ব্রিটিশ প্রতিপক্ষকে হারালো ইরানি স্নুকার

পোস্ট হয়েছে: অক্টোবর ১৮, ২০২০ 

news-image

২০২০ ইংলিশ স্নুকার ওপেন টুর্নামেন্টে যুক্তরাজ্যের প্রতিপক্ষকে হারিয়ে পরবর্তী ধাপে উঠে গেলেন ইরানের স্নুকার খেলোয়াড় হোসেইন ভাফায়েই। ইংল্যান্ডের বাকিংহামশায়ারের মিল্টন কিনেসের মারশাল অ্যারেনায় ১২ অক্টোবর থেকে ইভেন্টটি চলছে। খবর আইআরএনএ এর।
 
ইরানি এই স্নুকার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩৯তম অবস্থানে রয়েছেন। তিনি ১৬তম অবস্থানে থাকা ব্রিটিশ প্রতিপক্ষ জোয়ে পেরিকে চার ঘণ্টার খেলায় ৪-৩ পয়েন্টে পরাজিত করেন।

ভাফায়েই এখন শীর্ষ ৩২ খেলোয়াড়ের মধ্যে রয়েছেন। এরআগে তিনি ও পেরি চারবার মুখোমুখি হয়েছেন এবং প্রত্যেকেই দুটি করে জয় লাভ করেন। এটা ভাফায়েইয়ের তৃতীয় জয়। সূত্র: ইরান ডেইলি।