রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ব্রিটিশ চলচ্চিত্র উৎসবের সেরা অ্যানিমেশন ছবি ‘পেট ম্যান’

পোস্ট হয়েছে: অক্টোবর ৯, ২০১৭ 

news-image

মারজিয়েহ আবরার পায়দার পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘পেট ম্যান’ সেরা অ্যানিমেশন ছবি ও সেরা চরিত্রায়ন ছবির অ্যাওয়ার্ড জিতেছে। ব্রিটেনের কেন্টের ক্যান্টাবুরি উৎসবে এই অ্যাওয়ার্ড জিতেছে ছবিটি।

ব্রিটিশ এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য সেরা ১৫টি অ্যানিমেশন ছবির সংক্ষিপ্ত তালিকা করা হয়। এই তালিকার মধ্য থেকে সেরা অ্যানিমেশন ও সেরা চরিত্রায়ন ছবির অ্যাওয়ার্ড ঘরে তুলতে সক্ষম হয় ‘পেট ম্যান’।

এছাড়া ছবিটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ইন্সব্রুক নেচার ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনের জন্য সেরা দশ ছবির সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে।

এর আগে ‘পেট ম্যান’ ভারতে অনুষ্ঠিত তৃতীয় এনইজেড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা অ্যানিমেশন ছবির অ্যাওয়ার্ড জিতে। এছাড়া ছবিটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য দশম ইন্টারন্যাশনাল কুয়ালালামপুর ইকো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য মনোনয়ন পেয়েছে।  সূত্র: মেহের নিউজ।