বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ব্রিটিশ উৎসবে সেরা শর্ট ফিল্ম ইরানের ‘দ্যা স্টেইন’

পোস্ট হয়েছে: জুন ১৮, ২০২০ 

news-image

ব্রিটেনে ২০২০ স্মল অ্যাক্স ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির খেতাব কুড়িয়েছে ইরানি শর্ট ফিল্ম ‘দ্যা স্টেইন’। উৎসবের এবারের আসরে ইরানি নির্মাতা শোরেশ ভাকিলির চলচ্চিত্রটি সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অ্যাওয়ার্ড জয় করেছে।

১২-মিনিটের স্বল্পদৈর্ঘ্যটি সিনেমা হলে কর্মরত একজন সাবেক সেনার গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। সে রক্তের একটি লাল দাগের সঙ্গে লড়াই করে। যুদ্ধের একটি ছবি চলার সময় পর্দায় পুরোটা সময় জুড়ে সে রক্তের দাগটা দেখতে পায়। সে যতই দাগের সাথে লড়াই করে এটা ততই বড় করে দেখা দেয়। একসময় রক্ত মেঝেতে টপ টপ করে পড়ে কর্দমাক্ত অবস্থা তৈরি হয়। সে কোনোভাবেই দাগটি দূর করতে সক্ষম হয়না। এটা নিয়ে সে সামরিক জীবনের অমীমাংসিত মানসিক আঘাতের সম্মুখীন হয়।

এরআগে ‘দ্যা স্টেইন’ আরমেনিয়ার ওয়ান শর্ট ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ও আমেরিকার দ্যা উইল্ড ওয়েস্ট ফ্রিডমফেস্ট ২০১৯ এ অংশ নেয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।