ব্রাসেলস শর্ট ফিল্ম ফেস্টিভালে ইরানি নারী পরিচালকদের ছবি
পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/04/4506804.jpg)
বেলজিয়ামের রাজধানীতে ২৬ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ব্রাসেলস শর্ট ফিল্ম ফেস্টিভালের একটি বিশেষ প্রোগ্রামে পর্যালোচনা করা হবে ইরানি নারী পরিচালকদের সাতটি চলচ্চিত্র।
আয়োজকরা এক বিবৃতিতে বলেছেন, এই কর্মসূচির উদ্দেশ্য ইরানি নারীদের সরাসরি সংশ্লিষ্ট বিষয়ের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখানো। অ্যানিমেশন এবং কথাসাহিত্যের মাধ্যমে এই চলচ্চিত্রগুলি সমসাময়িক চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করেছে এবং ছবিগুলি ইরানি সমাজ ও এর বাইরেও নারীদের অবস্থানের একটি আভাস দেয়।
ব্রাসেলসে আর্ট ক্যান্টারার প্রতিষ্ঠাতা ও প্রশাসক ফেরি মালেক-মাদানি এবং ফেস্টিভালের আন্তর্জাতিক জুরির সদস্য ইরানি পরিচালক ফারনুশ সামাদি পরিচালিত একটি আলোচনার পর চলচ্চিত্র পর্যালোচনা শুরু হবে।
সামাদির স্বল্পদৈর্ঘ্য নাটক ‘গেজ’ অনুষ্ঠানটির একটি বিশেষ আকর্ষণ। এই তালিকায় ঘাসিদেহ গোলমাকানির “হর্ন”ও রয়েছে।
ব্রাসেলসের এই উৎসবে জুরিখে ৭ম ইরানি ফিল্ম ফেস্টিভালে সেরা শর্টের জন্য গোল্ডেন সাইরাস সিলিন্ডার বিজয়ী ‘দ্য ভিজিট’ও প্রদর্শিত হবে। সূত্র: তেহরান টাইমস।