মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ব্রাজিল টাইতে উৎসবে ইরানি ছবির একাধিক অ্যাওয়ার্ড জয়

পোস্ট হয়েছে: জুন ২, ২০২১ 

news-image

ব্রাজিলের টাইতে আন্তর্জাতিক ফিল্ম অ্যাওয়ার্ডসের (টিআইএফএ) বিভিন্ন বিভাগ থেকে অ্যাওয়ার্ড জিতেছে কয়েকটি ইরানি ছবি। রোববার আয়োজকরা বিজয়ীদের নাম ঘোষণা করেন।

অভিনেতা-কাম চলচ্চিত্রকার রেজা শাখাই এর ‘রেকর্ডিস্ট’ সেরা ফিচার চলচ্চিত্র, সেরা চিত্রনাট্য, সেরা সাউন্ড ডিজাইন ও সেরা অভিনেতা হিসেবে সিলভার আনহুমা লাভ করেছে। শাখাই লাভ করেছেন সেরা অভিনেতার পুরস্কার।

চলচ্চিত্রকার সাবা কাসেমির ‘দ্যা ক্যাসল’ ন্যারেটিভ শর্ট বিভাগে সেরা চিত্রনাট্যের জন্য সিলভার আনহুমা জিতেছে।

অন্যদিকে ফিচার চলচ্চিত্র বিভাগে সেরা সম্পাদনার পুরস্কার সিলভার আনহুমা জিতেছে শাহিন রাশিদির ‘দ্যা নাইন’। প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে সেরা সাউন্ড ডিজাইনের পুরস্কার জিতেছে মাসুমেহ নুরমোহাম্মাদির ‘ফুকুশিমা ট্রাভালার’। সূত্র: তেহরান টাইমস।