মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ব্রাজিলে ডেফলিম্পিকে লড়বেন ইরানের ৭৫ অ্যাথলেট

পোস্ট হয়েছে: মে ৮, ২০২২ 

news-image

ব্রাজিলের ক্যাক্সিয়াস দো সুলে শহরে চলমান ডেফলিম্পিক ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন ইরানের ৭৫ জন বধির ক্রীড়াবিদ।ইরানি এসব অ্যাথলেট ফুটবল, বিচ ভলিবল, অ্যাথলেটিক্স, তীরন্দাজ, জুডো, ফ্রিস্টাইল কুস্তি (পুরুষ), কারাতে এবং তায়কোয়ান্দো (পুরুষ ও মহিলা) সহ মোট ৮টি ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন।ডেফলিম্পিক একটি আন্তর্জাতিক মাল্টি-স্পোর্ট ইভেন্ট। ইন্টারন্যাশনাল কমিটি অব স্পোর্টস ফর দ্য ডেফ (আইসিএসডি) এই ইভেন্টের আয়োজন করে। ১৯২৪ সালে প্যারিসে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে ডেফলিম্পিকের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।গ্রীষ্মকালীন বধির অলিম্পিক প্রতি ৪ বছর অন্তর অনুষ্ঠিত হয়। অলিম্পিক গেমসের পরে সবচেয়ে পুরনো মাল্টি-স্পোর্টস ইভেন্ট এটি।এবারের ২৪তম গ্রীষ্মকালীন ডেফলিম্পিকে শ’য়ের অধিক দেশ থেকে সাড়ে চার হাজার বধির অ্যাথলেট এবং দল অংশ নেবে বলে আশা করা হচ্ছে। ইভেন্ট ১ মে শুরু হয়ে চলবে ১৫ মে পর্যন্ত। সূত্র: মেহর নিউজ।