ব্রাজিলে ইরানি ছবির দুই অ্যাওয়ার্ড জয়
পোস্ট হয়েছে: মার্চ ২, ২০২১

ব্রাজিল ইন্টারন্যাশনাল মানথলি ফিল্ম ফেস্টিভালে (বিআইএমআইএফএফ) দুটি অ্যাওয়ার্ড জিতেছে ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘অ্যাঞ্জেলস ডু নট ডাই’। চলচ্চিত্রটি লেখা ও পরিচালনা করেছেন আলিরেজা বিগলারি।
‘অ্যাঞ্জেলস ডু নট ডাই’ স্বল্পদৈর্ঘ্যটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেতা পুরস্কার ও সেরা পরিচালক পুরস্কার জিততে সক্ষম হয়েছে।
বিগলারির সিনেমাটি উৎসবের ফাইনাল সেকশনে আমেরিকা, ইতালি, আর্জেন্টিনা, কানাডা, চিলি ও পুয়েরতো রিকোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ওই দুই পুরস্কার ঘরে তোলে।
‘অ্যাঞ্জেলস ডু নট ডাই’ এরআগে কয়েকটি উৎসবে পুরস্কার লাভ করে। নির্মাতা আলিরেজা বিগলারি মানুষের জীবন রক্ষায় যেসব মেডিকেল কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন তাদের জন্য ছবিটি উৎসর্গ করেছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।