শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ব্রাজিলীয় উৎসবে সেরা পুরস্কার জিতলো‘কেয়ারলেস ক্রাইম’

পোস্ট হয়েছে: অক্টোবর ১৮, ২০২১ 

news-image

ব্রাজিলের ওলহার ডি সিনেমা – কুরিটিবা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো  ইরানি ছবি ‘কেয়ারলেস ক্রাইম’। উৎসবের নিউ ভিউ বিভাগ থেকে এই পুরস্কার লাভ করে চলচ্চিত্রটি।

‘কেয়ারলেস ক্রাইম’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন নাসিম আহমাদপুর ও শাহরাম মোকরি। ৪০ বছর আগে শাহ শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান নিয়ে নির্মাণ করা হয়েছে। ছবিতে দেখা যাবে, প্রতিবাদকারীরা পশ্চিমা সংষ্কৃতির বিরোধিতা করে সিনেমা হলে আগুন দিচ্ছে।

ব্রাজিলের কুরিটিবা শহরে গত বৃসস্পতিবার ওলহার ডি সিনেমা – কুরিটিবা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এরআগে ‘কেয়ারলেস ক্রাইম’ ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) সেরা চিত্রনাট্য অ্যাওয়ার্ড জিতে । উৎসবের প্রতিদ্বন্দ্বিতা বিভাগ থেকে এই পুরস্কার লাভ করে নির্মাতা শাহরাম মোকরির চলচ্চিত্রটি।

এছাড়া চলচ্চিত্রটি ৭৭তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস উইকে (এসআইসি) বেস্ট অরিজিনাল চিত্রনাট্য পুরস্কার লাভ করে। সূত্র: তেহরান টাইমস।