ব্রাজিলিয়ান ডেফলিম্পিকে অংশ নেবে ইরানের ২০ নারী অ্যাথলেট
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২২
ইরান বধির ক্রীড়া ফেডারেশনের মহিলা বিভাগের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, এই বছরের শেষের দিকে বধির অলিম্পিকে অংশ নিতে ২০ জনের মতো বধির অ্যাথলেটকে ব্রাজিলে পাঠানো হবে।
ইরানি ফেডারেশন অব দ্যা ডেফ স্পোর্টসের মহিলা বিভাগের ভাইস প্রেসিডেন্ট জাহরা দাউদি ইরানি মিডিয়াকে আরও বলেন, বধির নারী খেলোয়াড়রা ব্রাজিল ডেফলিম্পিকে তায়কোয়ান্দো, কারাতে, তীরন্দাজ এবং অ্যাথলেটিক্সে অংশ নেবেন। দাউদি বলেন, ব্রাজিলিয়ান ডিফোলিম্পিক কর্তৃপক্ষের অনুরোধে তায়কোয়ান্দো এবং কারাতে প্রতিযোগিতা থেকে পিউমিস, কাতা এবং টিম কমিটির প্রতিযোগিতা বাদ দেওয়া হয়েছে। তাই ইরান ব্যক্তিগত বিভাগে অ্যাথলেট পাঠাবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।