রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ব্যাপক দর্শক সমাদৃত আসগার ফারহাদির ‘দি সেলসম্যান’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০১৬ 

news-image

ইরানের প্রখ্যাত চলচ্চিত্রকার আসগার ফারহাদির ‘দি সেলসম্যান’ চলচ্চিত্রটি দেশটিতে ব্যাপক বাণিজ্য সফল চলচ্চিত্র হিসেবে ইতিমধ্যে সবার নজর কেড়েছে। চলচ্চিত্রটি ইরানের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবার প্রথম তিন দিনেই ব্যবসা করেছে ৩ লাখ ৫৩ হাজার মার্কিন ডলার। ইরানের সিনেমা ইতিহাসে এত কমসময়ে আর কোনো চলচ্চিত্র এমন ব্যবসা সফল হয়নি।

তেহরানে অন্তত কুড়িটি সিনেমা হলে প্রথম দিনেই চলচ্চিত্রটি ব্যবসা করে ৭৩ হাজার মার্কিন ডলার। ইরানি মুদ্রায় তিনদিনে এ চলচ্চিত্রটি দেখতে দর্শকরা টিকিট কিনতে খরচ করেছে ১০ বিলিয়ন রিয়াল। এর আগে ইরানি চলচ্চিত্রকার রেজা দরমিশিয়ানের ‘লান্তুরি’ চলচ্চিত্রটি গত মাসে মুক্তি পাবার প্রথম দিনে ব্যবসা করে ১ লাখ ৯০ হাজার ডলারের।

উল্লেখ্য গত কান চলচ্চিত্র উৎসবে ‘দি সেলসম্যান‘ চলচ্চিত্রটি দুটি পুরস্কার জিতে নেয়। এগুলো হচ্ছে সেরা অভিনেতা ও সেরা স্ক্রিপ্ট হিসেবে। ইরানে এ চলচ্চিত্রটি দেখতে টিকিট মূল্য ধরা হচ্ছে ২ মার্কিন ডলার। এখন পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার দর্শক টিকিট কেটে চলচ্চিত্রটি দেখেছে।সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন