ব্যাংককে ইরানের পর্যটন সম্ভাবনার ওপর বৈঠক
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২০

থাইল্যান্ডের ব্যাংককে ইরানের পর্যটন সক্ষমতা ও সম্ভাবনা নিয়ে একদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার থাইল্যান্ডে ইরান দূতাবাস এই বৈঠকের আয়োজন করে।
ইরান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম শীর্ষক বৈঠকে থাইল্যান্ডের দশটি ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইরানের দুটি ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা অংশ নেন। খবর আইএসএনএ এর।
ব্যাংককে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সাইয়েদ রেজা নোবাখতি বলেন, দূতাবাস থাই পর্যটকদের জন্য ভিসা প্রদান করার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। একই সাথে এসব পর্যটকদের সহযোগিতায় ইরানি পর্যটন সংস্থাগুলোর সাথে যোগাযোগ করিয়ে দিতে প্রস্তুত।
সর্বশেষ তথ্যমতে, বিগত ইরান বছরের (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) প্রথম দশ মাসে ইরান ভ্রমণ করে আশি লাখ বিদেশি পর্যটক। সূত্র: তেহরান টাইমস।