শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বিমান দুর্ঘটনায় রাশিয়ার প্রতি ইরানের সমবেদনা

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৬, ২০১৬ 

news-image

বিমান দুর্ঘটনায় ৯২ আরোহী নিহত হওয়ার ঘটনায় রুশ জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (রোববার) এ সমবেদনা জানান। পাশাপাশি তিনি মর্মান্তিক এ ঘটনার শিকার পরিবারগুলোর প্রতি গভীর সহানভুতি জানিয়েছেন।

রুশ গণমাধ্যম জানিয়েছে, আজ কৃষ্ণ সাগরের উপকূলীয় শহর সোচি থেকে ওড়ার অল্প পরেই রাডার থেকে হারিয়ে যায় টিইউ-১৫৪ মডেলের রুশ বিমানটি এবং সেটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদর পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়েছে।

রিয়া নোভস্তির এক সূত্রের বরাত দিয়ে রুশ গণমাধ্যম জানায়, ৮৪ জন যাত্রী ও আটজন ক্রুসহ ৯২ জন আরোহী নিয়ে বিমানটি কৃষ্ণসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারায়। আরোহীদের মধ্যে সাংবাদিক, সামরিক কর্মকর্তা ও সামরিক সঙ্গীতশিল্পীরাও ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, টিইউ-১৫৪ মডেলের বিমানটি সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

এদিকে, রুশ সামরিক বিমান দুর্ঘটনার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামীকাল দেশজুড়ে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

সূত্র: পার্সটুডে