শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বোয়িং-এর সঙ্গে বিমান কেনার নতুন চুক্তি করল ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ৫, ২০১৭ 

news-image

ইরান যাত্রীবাহী বিমান কেনার জন্য মার্কিন বিমান কোম্পানি বোয়িং-এর সঙ্গে নতুন একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী ইরান ন্যারো-বডির ৩০টি যাত্রীবাহী বোয়িং বিমান কিনবে।

ইরানের আসমান এয়ার লাইন্স এবং মার্কিন বিমান কোম্পানি বোয়িং তেহরানে এ চুক্তি সই করেছে। ‌এতে ৩০টি ৭৩৭ ম্যাক্স বিমান কেনার এবং বাড়তি ৩০টি একই মডেলের বিমান ক্রয়-স্বত্ব সংক্রান্ত চুক্তি করা হয়েছে। আসমান এয়ারলাইন্স এবং বোয়িং-এর মধ্যে প্রায় এক বছর আলোচনার পর এ চুক্তি করা হলো।

অভ্যন্তরীণ এবং আঞ্চলিক চলাচলের ক্ষেত্রে আদর্শ স্থানীয় ৭৩৭ ম্যাক্স বিমানে ১৩০ জন যাত্রী বহন করতে পারে।

এ ছাড়া, ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারকেও বোয়িং একই ধরণের ৫০টি বিমান সরবরাহ করবে বলে অনুরূপ চুক্তি হয়েছে। এ চুক্তিতে ৩০টি দীর্ঘপাল্লার ওয়াইড-বডি ৭৭৭ বিমান রয়েছে এবং এর মোট আর্থিক মূল্য ১৬.৬ বিলিয়ন ডলার।

২০১৯ সালের মধ্যে এসব বিমান আসমান এয়ারলাইন্সকে সরবরাহ করা হবে। একই বছরে ইরানি এয়ারলাইন্সকে অন্তত পাঁচটি বিমান সরবরাহ করতে হবে।সূত্র: পার্সটুডে।