বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বোয়িংয়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে: ইরান

পোস্ট হয়েছে: জুন ১৫, ২০১৬ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সড়ক ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী আব্বাস আখুন্দি জানিয়েছেন, তার দেশের সঙ্গে মার্কিন বিমান নির্মাণ কোম্পানি বোয়িংয়ের চুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে চুক্তির বিস্তারিত জানানো হবে।

বোয়িং কোম্পানি থেকে বিমান কেনা সম্ভব হলে ইরানের বিমান বহরে তা নতুন মাইলফলক হয়ে দাঁড়াবে। পুরনো বিমানের জায়গায় নতুন বিমান ইরানের এয়ারলাইন্সের জন্য এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন আনবে।

আব্বাস আখুন্দির বরাত দিয়ে ইরানের গণমাধ্যম জানিয়েছে, বোয়িংয়ের সঙ্গে এরইমধ্যে চুক্তি চূড়ান্ত করা হয়েছে। বোয়িংয়ের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনায় ইরান অন্তত ৫০ লাখ ডলার বাঁচাতে সমর্থ হয়েছে বলে জানান তিনি।

এর আগে, গত ৬ জুন ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারের প্রধান ফরহাদ পারভারেশের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, বোয়িংয়ের সঙ্গে বিমান কেনার বিষয়ে শিগগিরি “ঐতিহাসিক চুক্তি” সই করা হবে। তিনি বলেছিলেন, “এ বিষয়ে বৈঠক এবং আলোচনা চলছে; শিগিগির আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব।সূত্র: পার্সটুডে