বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচকে ইরানের দুধাপ উন্নতি
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩০, ২০২২
বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচকে দুই ধাপ উন্নতি করেছে ইরান। ২০২১ সালের গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইনডেক্সে (জিটিসিআই) ১৩০টি দেশের মধ্যে ৩৪ দশমিক ৩৮ স্কোর নিয়ে ইরানের অবস্থান ১০০তম। গত বছর দেশটির অবস্থান ছিল ১০২তম।
২০১৩ সাল থেকে এই সূচক প্রতিবছর প্রকাশ করে আসছে জিটিসিআই।এবারের তালিকায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। এরপরে রয়েছে সিঙ্গাপুর ও আমেরিকা। ২০২১ সালে মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের শীর্ষ ১০টি দেশের মধ্যে ইরান ষষ্ঠ স্থানে রয়েছে। কাজাখস্তান, ভারত, কিরগিজস্তান, শ্রীলঙ্কা এবং তাজিকিস্তান হলো যথাক্রমে ইরানকে ছাড়িয়ে যাওয়া আঞ্চলিক দেশ। এছাড়াও এই অঞ্চলে ইরানের পরে মেধা-প্রতিযোগিতামূলক দেশ হচ্ছে পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশ। সূত্র: তেহরান টাইমস।