বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বৈশ্বিক উষ্ণতায় দারিদ্রের কবলে পড়বে ১০ কোটি মানুষ

পোস্ট হয়েছে: নভেম্বর ১০, ২০১৫ 

news-image

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে বিশ্বব্যাপি বেড়ে যেতে পারে বিভিন্ন রোগ, নষ্ট হতে পারে শস্য এবং নতুন করে দারিদ্র্যের শিকার হতে পারে প্রায় ১০ কোটি মানুষ।

রোববার নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তন ইতিমধ্যে দারিদ্র্য হ্রাসে বড় ধরনের বাধা সৃষ্টি করছে। কম বৃষ্টিপাত এবং উষ্ণতা বৃদ্ধির ফলে দরিদ্র জনগণ অন্যান্যদের চেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে।

বিশ্বব্যাংকের এ প্রতিবেদনে বলা হয়, ‘দ্রুত জলবায়ু পরিবর্তন ঠেকানো সম্ভব না হলে ২০৩০ সালের মধ্যে আরও ১০০ মিলিয়ন মানুষ দারিদ্রের শিকারে পরিণত হবে।’

‘স্টক ওয়েভস : ম্যানেজিং দ্য ইমপেক্ট অব ক্লাইমেট চেঞ্জ অন প্রভার্টি’ শিরোনামের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ‘জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে দরিদ্র মানুষ।’

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি দরিদ্ররা ইতিমধ্যে খরা, বন্যা এবং তাপপ্রবাহ দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ জীবন ধারণে তারা ভূমির উপর নির্ভরশীল।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, ‘প্রতিবেদন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, দারিদ্র বিমোচনে যদি শক্তিশালী পদক্ষেপ নেওয়া না হয় তবে দরিদ্র গোষ্ঠি বড় ধরনের বিপদের সম্মুখীন হবে।’ তিনি আরও বলেন, ‘এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দরিদ্রদের রক্ষা করা।’

সূত্র : এএফপি।