শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বৈশ্বিক উদ্যোক্তা সূচকে ১৩ ধাপ উন্নতি ইরানের

পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০১৮ 

news-image

বৈশ্বিক উদ্যোক্তা সূচক ২০১৮’তে আগের অবস্থান থেকে ১৩ ধাপ উন্নতি করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এ সূচক অনুযায়ী, ১৩৭টি দেশের মধ্যে ইরানের অবস্থান ৭২তম। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য গ্লোবাল এন্ট্রারপ্রেনিউরশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (জিইডিআই) এ সূচক প্রকাশ করেছে।

সূচকে যেসব দেশ নিজেদের অবস্থানের উন্নতি করতে সক্ষম হয়েছে সেসব দেশগুলোর মধ্যে বিশ্বে ইরানের অবস্থান ৫ম।

একটি দেশের উদ্যোক্তাদের চিত্র, নতুন ব্যবসা শুরুর সুযোগ, নতুন উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও ঝুঁকি সহনশীলতা; অর্থনৈতিক স্বাধীনতা—এসব বিষয়ের ওপর ভিত্তি করে এ সূচক প্রকাশ করা হয়। প্রকাশিত পরিসংখ্যন মতে, বৈশ্বিক পর্যায়ে অন্যান্য দেশের তুলনায় অবস্থার উন্নতি করার ক্ষেত্রে সফল হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান।

এদিকে, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের (এমইএনএ) ১৪ দেশের উদ্যোক্তা উন্নয়ন সূচক ‘ইরান এন্ট্রারপ্রেনিউরশিপ ইন্ডেক্সে (আইইআই)’ ১১তম অবস্থানে রয়েছে ইরান। এতে দেখা যায় এক বছর আগের তুলনায় উদ্যোক্তা সূচকে উল্লেখযোগ্য উন্নতি করেছে ইরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি।