বৈশ্বিকভাবে আফিম বাজেয়াপ্তে ইরানের অবদান ৯০ শতাংশ
পোস্ট হয়েছে: জুন ৩০, ২০২০

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আইন শৃঙ্খলা বাহিনীর সীমান্তরক্ষী বাহিনীর (এনএজেএ) কমান্ডার দ্বিতীয় ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আলি গোদারজি বলেছেন, বৈশ্বিকভাবে আফিম বাজেয়াপ্ত করার দিক দিয়ে ইরানের অবদান ৯০ শতাংশ। শনিবার তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, মাদক চোরাচালান প্রতিরোধ করাকে ইরানি সীমান্তরক্ষী বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকারপ্রাপ্ত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। জাতিসংঘের তথ্যমতে, বৈশ্বিকভাবে আফিম বাজেয়াপ্ত করার ক্ষেত্রে ইরানের অবদান ৯০ শতাংশ। বিগত চার দশকে মাদক বাণিজ্যের বিরুদ্ধে যুদ্ধে ৩ হাজার ৮শ ইরানি পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে জানান ইরানি এই সামরিক কর্মকর্তা।
গোদারজি আরও জানান, প্রতি বছর বৈশ্বিকভাবে মরফিন এবং হেরোইন বাজেয়াপ্তকরণে ইরানের অবদান যথাক্রমে ৪৬ ও ২০ শতাংশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।