মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বৈরুত নারী চলচ্চিত্র উৎসবের জুরিতে ইরানি পরিচালক সামাদি

পোস্ট হয়েছে: মার্চ ৭, ২০২২ 

news-image

ইরানি পরিচালক ফারনুশ সামাদি বৈরুত আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবের জুরিতে রয়েছেন। লেবাননের রাজধানীতে রবিবার আন্তর্জাতিক এই উৎসবের পর্দা উঠবে।উৎসবের স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি এবং অ্যানিমেশন বিভাগের জুরিতে সামাদির সাথে রয়েছেন আর্ট ডিরেক্টর ক্লাউডিন কামার এবং তার লেবানিজ সহযোগী চলচ্চিত্র নির্মাতা সিনথিয়া সাওমা।ডকুমেন্টারি এবং এক্সপেরিমেন্টাল ফিল্ম সেন্টারে নির্মিত ‘আপ টু দ্য সি, সি ওয়েভস অ্যা ড্রিম’ অ্যানিমেশন বিভাগে প্রতিদ্বন্দ্বিতাকারী একমাত্র চলচ্চিত্র।স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘গেজ’ এর জন্য সামাদি সবচেয়ে বিখ্যাত। চলচ্চিত্রটি বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্টে প্রশংসিত হয়েছে। তার প্রথম ফিচার ‘ওয়ান হান্ড্রেড ডিগ্রি রুল’ এই বছর বৈরুত আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার চলচ্চিত্র এবং সেরা এনসেম্বল কাস্টের পুরস্কার জিতেছে। সূত্র: তেহরান টাইমস।