বৈরুত নারী চলচ্চিত্র উৎসবের জুরি সভাপতি ইরানের এলাহে নোবাখত
পোস্ট হয়েছে: মার্চ ৯, ২০২৩
বৈরুত আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসবের (বিডব্লিউএফএফ) শর্ট ডকুমেন্টারি এবং অ্যানিমেশন ফিল্ম জুরির সভাপতি নির্বাচিত হয়েছেন ইরানি প্রযোজক এলাহে নোবাখত । জুরিতে অভিনেতা ব্রুনো তাবল এবং তার সহকর্মী লেবানিজ প্রযোজক নাদা ঘানেমও রয়েছেন।
আন্তর্জাতিক প্রযোজনা ও বিতরণ বিষয়ক ফিল্ম কোম্পানি ELI ইমেজের প্রধান নির্বাহী কর্মকর্তা নোবাখত এর আগেও রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভাল, সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক ওরিয়েন্টাল ফিল্ম ফেস্টিভাল, বৈরুত আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব এবং নেদারল্যান্ডের মিনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি সদস্য ছিলেন।
ইরানি নির্মাতা আলিরেজা কাজেমিপুরের স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র “স্প্লিট এন্ডস”, আলী দেলকারির “ডলি” এবং আলী দারাইর “কবরস্থান” বৈরুত উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এছাড়াও, ইরান, সিরিয়া, নরওয়ে এবং ফ্রান্সের যৌথ প্রযোজনার ডকুমেন্টারি “ড্রিমস গেট”, এই উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করছে।আগামী ১০মার্চ পর্যন্ত চলবে এই উৎসব।