বৈরুতে ইরানি তায়কোয়ান্দো খেলোয়াড়দের ৭টি পদক জয়
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২৩
ইরানের তায়কোয়ান্দো খেলোয়াড়রা লেবাননে চলমান ১২তম এশিয়ান জুনিয়র তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে সাতটি পদক জিতেছেন।বৈরুতের নৌহাদ নওফাল ইনডোর স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারের ১২তম এশিয়ান জুনিয়র তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ।
ইভেন্টের প্রথম দিনে ইরানি যোদ্ধারা চারটি স্বর্ণ, একটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জপদক জিতেছেন।
সিনা রেজা আলিজাদেহ (-৬৩ কেজি) ও পার্নিয়ান নুরি (-৫২ কেজি) তৃতীয় স্থান অধিকার করেন এবং মেহেদি রাজমিয়ান (-৪৫ কেজি) ইভেন্টে দ্বিতীয় স্থানে রয়েছেন।
ইরানের হয়ে গজল হুশমান্দ (-৪২ কেজি), সাইয়্যেদ মোহাম্মদ মতিন হোসেইনি (-৪৮ কেজি), আমির মোহাম্মদ রহমানি রাদ (+৭৮ কেজি) এবং নিওশা শাদলু (+৬৮ কেজি) সোনার পদক জিতেছেন।
২৬টি দেশের ২৮৫ জন তায়কোয়ান্দো খেলোয়াড় এবারের ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূত্র: মেহর নিউজ