বৈদেশিক বাজারে উপস্থিতি বাড়াবে ইরানের প্রযুক্তি খাত
পোস্ট হয়েছে: এপ্রিল ৫, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/04/3671736.jpg)
অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজারে উপস্থিতি বাড়ানোর জন্য চেষ্টা করছে ইরানের প্রযুক্তি খাত। দেশটির অন্যতম এই প্রধান খাতে রাজস্ব জোরদার করতেই এই প্রচেষ্টা চালানো হচ্ছে।
পারদিস টেকনোলজি পার্কের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা দপ্তরের মহাপরিচালক মোহসেন পিলানেজাদ মেহের নিউজ এজেন্সিকে বলেন, টেকপার্কটি আগামী দুবছরের মধ্যে বিজ্ঞানভিত্তিক রপ্তানি বছরে ৬৫ মিলিয়ন ইউরো বাড়ানোর পরিকল্পনা করছে।
তিনি বলেন, প্রযুক্তি কেন্দ্র প্রতিষ্ঠা এবং জাতীয় ও আন্তর্জাতিক সদস্যপদ লাভ, টেকপার্কে টিম, ফ্রিল্যান্সার ও বিনিয়োগকারী বৃদ্ধির মধ্য দিয়ে এই লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা চালানো হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।