মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বৈজ্ঞানিক সহযোগিতা উন্নয়নে ইরান-কাতার চুক্তি

পোস্ট হয়েছে: মার্চ ৭, ২০২২ 

news-image

বৈজ্ঞানিক সহযোগিতা সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইরানের বিজ্ঞান মন্ত্রণালয় এবং কাতারের শিক্ষা ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা ইরনা রবিবার এই তথ্য জানিয়েছে।বিজ্ঞান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতা কেন্দ্রের প্রধান হোসেন সালার-আমোলি বলেছেন, মেধাসম্পদ আইন পালনের পাশাপাশি দুই দেশের সমতা ও অভিন্ন স্বার্থের প্রতি শ্রদ্ধাকে সমঝোতার মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে।সহযোগিতা চুক্তি অনুযায়ী, দুই দেশ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির জন্য নিয়ম প্রণয়ন এবং বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের ইস্যু করা সার্টিফিকেট বিনিময়কে সমর্থন করে। সূত্র: তেহরান টাইমস।