বৈজ্ঞানিক সহযোগিতার আহ্বান তেহরান-বুদাপেস্টের
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/09/3303072-1.jpg)
ইরান ও হাঙ্গেরির কর্মকর্তারা দুদেশের মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতার বিষয়ে আলোচনা করতে একটি পরামর্শমূলক সভায় যোগ দেন। ওয়েবিনারের মাধ্যমে তারা এই আলোচনায় মিলিত হন।
ভারচুয়াল বৈঠকে উপস্থিতি ছিলেন বুদাপেস্টে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত, তেহরানে নিযুক্ত হাঙ্গেরীয় রাষ্ট্রদূত, ইয়াজদ ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের প্রধানসহ দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে দুদেশের অন্যান্য আরও অনেক বৈজ্ঞানিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এসময় করোনাভাইরাসের মধ্যে উচ্চশিক্ষার অবস্থা, বৈজ্ঞানিক, গবেষণা, উদ্ভাবন, উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর সহযোগিতার সুযোগ-সুবিধা এবং ইরান ও হাঙ্গেরির মধ্যে শিক্ষার্থী বিনিময় নিয়ে আলোচনা হয়। এছাড়া ইরান-হাঙ্গেরি বৈজ্ঞানিক সহযোগিতার এই পরামর্শ সভায় স্কলারশিপ ইস্যু নিয়েও কথা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি