বেলারুশকে হারিয়েছে ইরান
পোস্ট হয়েছে: মার্চ ১, ২০২৩
ইরানের বন্দর আব্বাসে প্রস্তুতি ম্যাচে বেলারুশকে হারিয়েছে ইরানের সৈকত ফুটবল দল।ইরানি দল প্রীতি ম্যাচে বেলারুশিয়ান দলের বিরুদ্ধে জয়লাভ করে।ম্যাচে ইরানের খেলোয়াড়রা প্রতিপক্ষকে ৫-০ গোলে পরাজিত করে।বুধবার ইরানে ফের মুখোমুখি হবে দুই দল। সূত্র: মেহর নিউজ।