শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বেলজিয়ামে সেরা স্বল্পদৈর্ঘ্যর অ্যাওয়ার্ড জিতল ‘ডাবল ব্রিজ’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২১ 

news-image

ব্রাসেলস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (বিআরআইএফএফ) সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অ্যাওয়ার্ড জিতেছে ইরানি শর্ট ফিল্ম ‘ডাবল ব্রিজ’। ছবিটি নির্মাণ করেছেন হামিদ ভাতান পারাস্ত।

পারাস্তের লেখা ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটিতে একটি সামাজিক প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। স্বল্পদৈর্ঘ্যটিতে বাবা-মা ও শিশুদের মধ্যকার সম্পর্কে অস্বাভাবিকতার কারণগুলো খতিয়ে দেখার চেষ্টা করা হয়েছে।

‘ডাবল ব্রিজ’ এর আগে হাঙ্গেরিতে প্যারাডাইস উৎসবের জন্য মনোনয়ন লাভ করে। ছবিটিতে অভিনয় করেছেন সিনা রাহমানি, পান্তিয়া মেহদিনিয়া, সুদেহ আজগান্দি, মাহসা হেমমতি, মাহসা বাঘেরি এবং হোসেন ঘাসেমি।

ব্রাসেলসের বিভিন্ন সিনেমা হলে ১ থেকে ১১ সেপ্টেম্বর ব্রাসেলস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।