বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

বেলগ্রেড উৎসবে দেখানো হবে যেসব ইরানি ছবি

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২৩ 

news-image

প্রশংসিত ইরানি চলচ্চিত্র ‘ওয়ার্ল্ড ওয়ার থ্রি’ এবং ‘বিয়ন্ড দ্য ওয়াল’ সার্বিয়ায় বেলগ্রেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫১তম পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও, আজারবাইজান, ইরান এবং ইতালির সহ-প্রযোজনার ছবি ‘বানু’ উৎসবে প্রদর্শিত হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ সার্বিয়ার রাজধানীতে এই উৎসব অনুষ্ঠিত হবে।হুমান সেয়েদি পরিচালিত ‘ওয়ার্ল্ড ওয়ার থ্রি’ চলচ্চিত্রটি ২০২৩ সালের অস্কারে আন্তর্জাতিক ফিচার পুরস্কারের জন্য ইরানের পক্ষ থেকে জমা দেওয়া হয়। কিন্তু এটি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয়।৭৯তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের জন্য অরিজোন্তি পুরস্কার বিজয়ী চলচ্চিত্রটি সাকিবের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। সে একজন গৃহহীন দিনমজুর। কয়েক বছর আগে এক ভূমিকম্পে তার স্ত্রী এবং ছেলের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি সে।গত কয়েক বছর ধরে সে একজন বধির এবং মূক নারী লাদানের সাথে সম্পর্ক গড়ে তুলেছে। সে আজ যে নির্মাণস্থলে কাজ করে সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নৃশংসতা নিয়ে একটি চলচ্চিত্রের সেট হিসেবে পরিণত হয়। সমস্ত প্রতিকূলতার বিপরীতে তাকে একটি চলচ্চিত্রের ভূমিকায় দেওয়া হয়।ওয়াহিদ জলিলভান্দের ‘বিয়ন্ড দ্য ওয়াল’ একজন অন্ধ ব্যক্তির কাহিনি নিয়ে তৈরি করা হয়। তার আত্মহত্যার প্রচেষ্টা বিল্ডিংয়ের দরজার কারণে বাধাগ্রস্ত হয়। সূত্র: তেহরান টাইমস।