বেলগ্রেড আন্তর্জাতিক বই মেলায় ইরান
পোস্ট হয়েছে: অক্টোবর ২৭, ২০১৯
সারবিয়ায় শুরু হয়েছে বেলগ্রেড আন্তর্জাতিক বেইমেলা। রোববার বইমেলার এবারের ৬৪তম পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এতে অংশ নিয়েছে ইরানি প্রকাশকরা। সবচেয়ে বেশি দর্শনার্থীর আগমন ঘটে সাংস্কৃতিক এই ইভেন্টে।
বেলগ্রেড আন্তর্জাতিক বইমেলায় ইরানি প্যাভিলিয়নের ব্যবস্থাপনায় রয়েছে দেশটির কালচারাল ফেয়ারস ইনস্টিটিউট। দেশটির প্যাভিলিয়নে শতাধিক বই, মানচিত্র, চলচ্চিত্র ও
সাংস্কৃতিক পুস্তিকা প্রদর্শন করা হচ্ছে।
মেলায় নাহজ আল-বালাগা, আল-সহিফা আল-সাজ্জাদিয়া, মাসনবী, বুস্তান, কনফারেন্স অব দ্যা বার্ডস, পারভিন এতেসামির কবিতাসমগ্র, ওমর খাইয়্যামের রুবাইয়াত সহ বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক ও সাহিত্যিক বইপত্র দর্শনার্থীদের কাছে তুলে ধরছেন ইরানি প্রতিনিধিরা।
৬৪তম আন্তর্জাতিক বেলগ্রেড বেই মেলা ৩০ হাজার বির্গমিটার জায়গাজুড়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের ৫শ প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বইমেলায় প্রতিদিন আসছেন হাজার হাজার দর্শনার্থী। সূত্র: মেহর নিউজ এজেন্সি।