বেঙ্গালুরু উৎসবে ইরানি দুই চলচ্চিত্রের পুরস্কার জয়
পোস্ট হয়েছে: মার্চ ১৪, ২০২২

ভারতের বেঙ্গালুরু শহরে অনুষ্ঠিত ১৩তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে দুই ইরানি চলচ্চিত্রকে পুরস্কৃত করা হয়। গত বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে ইরানি ছবি “অ্যাবসেন্স” এবং “টু ডগ” এই পুরস্কার লাভ করে।
আলী মোসাফা পরিচালিত, “অ্যাবসেন্স” এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতায় রানার আপ চলচ্চিত্র পুরস্কার জিতেছে। “টু ডগ” এই বিভাগে বিশেষ জুরি মেনশন পুরস্কার লাভ করে। আমির আজিজি পরিচালিত টু ডগ” ছবিটিতে ইমান এবং সাজ্জাদ সম্পর্কে গল্প তুলে ধরা হয়েছে। সমসাময়িক ইরানে ৩০ বছর বয়সীরা যেসব সাধারণ সমস্যার সম্মুখীন হয় তাদের সেসব সমস্যার সাথে লড়াই করতে দেখা যাবে। যেমন বেকারত্ব, হতাশা এবং আত্মবিশ্বাসের অভাব এই সমস্যাগুলোর সাথে সংগ্রাম করে তারা। সূত্র: তেহরান টাইমস।