বেইজিং-এ ‘কালারফুল ড্রিম অব সিল্ক রোড’ প্রকাশনা
পোস্ট হয়েছে: জুলাই ২৫, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/07/2521298.jpg)
বেইজিং বই মেলায় ইরান চীনের সিল্ক রোড নিয়ে রঙ্গিন তথ্যচিত্র সম্বলিত প্রকাশনা উপস্থাপন করতে যাচ্ছে। এ প্রকাশনার শিরোনাম হচ্ছে ‘কালারফুল ড্রিম অব সিল্ক রোড’। ইরান কালচারাল ফেয়ারস ইনস্টিটিউট এ উদ্যোগের কথা জানিয়েছে শনিবার। তেহরান টাইমস
৮ জন বিখ্যাত প্রকাশক, ৩টি বিশ্ববিদ্যালয়, ৫টি কালচারাল ইনস্টিটিউট বেইজিং-এ আগামী ২৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত আয়োজিত ওই আন্তর্জাতিক বই মেলায় অংশ নেবে। এছাড়া ইরানের বিভিন্ন ধরনের পুস্তকের চীনা অনুবাদ সহ দেশটির সাংস্কৃতিক ও চিত্রকলা সম্পর্কে ব্যাপক প্রকাশনা থাকবে বেইজিং বই মেলায়। মেলায় ইরানের স্টল থাকছে ৫শ’ বর্গফুটের।
বই ছাড়াও ইরানের স্টলে চলচ্চিত্র, মিউজিক কনসার্ট, সাহিত্য সভা ও মহাকাব্য ‘শাহনামা’ থেকে গল্প উপস্থাপনের আয়োজন থাকছে। সূত্র: তেহরান টাইমস।