শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

বেইজিং আন্তর্জাতিক বই মেলায় ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২২, ২০১৯ 

news-image

চীনে চলমান বেইজিং আন্তর্জাতিক বই মেলায় অংশ নিয়েছে ইরান কালচারাল ফেয়ার ইনস্টিটিউট (আইসিএফআই)। চীনের রাজধানী বেইজিংয়ে মেলার এবারের ২৬তম পর্ব চলছে। এশিয়ার বৃহত্তর এই বই মেলা শেষ হবে ২৫ আগস্ট।

বেইজিং বই মেলায় ফারসি সাহিত্য, শিল্প, শিশু, ধর্ম ও প্রতিরক্ষা (১৯৮০ থেকে ১৯৮৮ ইরান-ইরাক যুদ্ধ) বিষয়ক অ্যাওয়ার্ডজয়ী বেশ কিছু সংখ্যক ইরানি বই প্রদর্শিত হচ্ছে। ১৮ বর্গমিটারের ইরানি প্যাভিলিয়নে দর্শনার্থীদের জন্য এসব বই সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে।
 
ইরানি ইলাসট্রেটর আলিরেজা গোলদুজিয়ান ও আফসানেহ সানেই এবং লেখক জাহরা নেমাতোল্লাহি বই মেলায় যোগ দিয়েছেন। বই মেলায় ইরান কিছু প্রোগ্রামের আয়োজন করছে। এর মধ্যে রয়েছে শিশুদের অঙ্কন শেখানো, ইলাসট্রেটিং এর ওপর কর্মশালা এবং ইরানি ও বিদেশি প্রকাশকদের সাথে মিটিং।
   
বেইজিং আন্তর্জাতিক বই মেলা-২০১৭ তে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেয় ইরান।অন্যদিকে এবছরের তেহরান আন্তর্জাতিক বই মেলায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেয় চীন। সূত্র: তেহরান টাইমস।