শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

বেইজিং আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতেছে ‘দ্য জু’  

পোস্ট হয়েছে: জুন ১৩, ২০২৩ 

news-image

নাফিসে জারে রচিত ও পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘দ্য জু’  চীনের ১৩তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে। কাভেহ মাজাহেরি এবং সোরেনা একবাতানি প্রযোজিত চলচ্চিত্রটি ২০২২ সালের ১৮ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত ১২তম বেইজিং আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়।

এর আগে জানুয়ারিতে তুরস্কের দ্বিতীয় দিয়ারবাকির আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভালে ‘দ্য জু’ সেরা চলচ্চিত্র পুরস্কারের জন্য যৌথভাবে বিজয়ী নির্বাচিত হয়। সূত্র: মেহর নিউজ।