বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বেইজিংয়ে সেরা সহঅভিনেতা অ্যাওয়ার্ড জিতলেন ইরানের হোসেইনি

পোস্ট হয়েছে: অক্টোবর ৬, ২০২১ 

news-image

১১তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সহঅভিনেতার পুরস্কার জিতেছেন ইরানি অভিনেতা শাহাব হোসেইনি। ইরানি-ফিনিশ চলচ্চিত্রকার হ্যামি রামেজান পরিচালিত ‘অ্যানি ডে নাও’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই শীর্ষ পুরস্কার লাভ করেন।

চলচ্চিত্রটি ১৩ বছরের বালক রামিন মেহদিপুর ও তার ইরানি পরিবার নিয়ে তৈরি করা হয়েছে। তাদের সবাই ফিনল্যান্ডের একটি শরণার্থী কেন্দ্রে বসবাস করে।  রামিন স্কুলের ছুটি উপভোগ করতে শুরু করে। ঠিক এমন এক সময় পরিবারটির জন্য একটা খারাপ সংবাদ আসে যে, তাদের শরণার্থী আবেদনে অস্বীকৃতি জানানো হেয়েছে। মেহদিপুর একটি চূড়ান্ত আপিল দায়ের করে এবং তারা তাদের প্রাত্যহিক জীবন অতিবাহিত করতে থাকে।

১১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। ১৪ থেকে ২১ আগস্ট এই উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২১ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।