বুসান ফেস্টিভালে ইরানের দুই চলচ্চিত্র
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২১

দক্ষিণ কোরিয়ায় বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে দুই ইরানি চলচ্চিত্র ‘দি অ্যাবসেন্ট ডিরেক্টর’ ও ‘অ্যাস্ট্রয়েড’। ‘দি অ্যাবসেন্ট ডিরেক্টর’ পরিচালনা করেছেন আরভান্দ দাস্তরয় এবং ‘অ্যাস্ট্রয়েড’ নির্মাণ করেছেন মেহদি হোসেইনভান্দ। দারিদ্রকে জয় করে মা ও ভাইবোনদের জন্যে এক বালকের নিরন্তর সংগ্রাম প্রচেষ্টা ‘অ্যাস্ট্রয়েড’ চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। এশিয়ার অন্যতম ফিল্ম ফেস্টিভাল হিসেবে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে। ১৯৯৬ সাল থেকে এ ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী ৬ অক্টোবর থেকে ১৫ অক্টোবর বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হবে।