বুশেহরে ইরানের প্রথম জৈবপ্রযুক্তি পার্কের যাত্রা শুরু
পোস্ট হয়েছে: আগস্ট ১৫, ২০২১

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে প্রথম জৈবপ্রযুক্তি পার্কের যাত্রা শুরু হয়েছে। পার্কটি কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন বুশেহর বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের প্রধান হাসান হাবিবি।
তিনি জানান, ইরানের প্রথম জৈবপ্রযুক্তি পার্ক হিসেবে বুশেহর প্রদেশে পার্কটি প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়। এরপর অভিজ্ঞ মূল্যায়ন বিশেষজ্ঞদের উপস্থিতিতে একটি জৈবপ্রযুক্তি কাউন্সিল গঠন করা হয়েছে। অতঃপর দেশের জৈবপ্রযুক্তি কোম্পানিগুলোকে এই ক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগ কররার জন্য আহ্বান জানানো হয়েছে।
হাবিবি আরও জানান, জৈবপ্রযুক্তি পার্কটি দেলভারে (তাঙ্গেস্তান) ৭০ হেক্টর জায়গা জুড়ে অবস্থিত। উপকূলীয় অঞ্চলে অবস্থান হওয়ায় জৈবপ্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের জন্য অনন্য সুযোগ সুবিধা তৈরি করেছে পার্কটি।
তিনি বলেন, অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন স্বাস্থ্যের ওপর সমুদ্রের ব্যাপক প্রভাব থাকায় নিকট ভবিষ্যতে সমুদ্র একটি মূল্যবান ফার্মেসিতে পরিণত হবে। সূত্র: তেহরান টাইমস।